Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ আশ্বিন ১৪২৬, সোমবার ১৪ অক্টোবর ২০১৯, ৯:৪৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চীনের মধ্যস্থতায় বসবে বাংলাদেশ-মিয়ানমার :পররাষ্ট্রমন্ত্রী


১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার, ০৩:৪৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


চীনের মধ্যস্থতায় বসবে বাংলাদেশ-মিয়ানমার :পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : রোহিঙ্গা সমস্যা সমাধানে আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে বিশ্ব নেতাদের আগ্রহ- সার্বিক অবস্থান অব্যাহত রাখা এবং প্রত্যাবাসন বিষয় ত্বরান্বিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরা হবে। চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ত্রিপক্ষীয় সবাই মিলিত হওয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে অংশ নেয়ার বিস্তারিত তুলে ধরেন তিনি। কাশ্মীর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের কাছে বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করেছে।’

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ