Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

চাঁদপুরে রাতের আঁধারে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ১৯ মে ২০২০

প্রিন্ট:

চাঁদপুরে রাতের আঁধারে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

একদিকে দেশে যখন প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা। তেমনি অন্যদিকেও থেমে নেই হত্যা। চাঁদপুর সদর উপজেলায় আজিজুর রহমান ভুট্টো নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত আজিজুর রহমান ভুট্টো ওই ইউনিয়নের ক্ষমতাশীন দল আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। কুমারডুগিতে তার একটি সারের দোকানও রয়েছে।

এ ব্যাপারে স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে দোকান থেকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন আজিজুর রহমান ভুট্টো। দুর্বৃত্তরা তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শাহমাহমুদপুর ইউনিয়নের আজিজুর রহমান ভুট্টো নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থা নেয়া হবে