Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ২৭ নভেম্বর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ২৭ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ২৭ নভেম্বর

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।রোববার এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে আদালত নতুন দিন নির্ধারণ করেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, যেহেতু খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন এবং কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি,তাই অভিযোগ গঠনের শুনানি পেছানো হোক। এরপর শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী ঢাকার ৩ নম্বর আদালতের বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন পরবর্তী এ দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলার ২৪ আসামির চার জন মারা গেছেন। বর্তমান আসামির সংখ্যা ২০ জন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables