Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ আষাঢ় ১৪২৭, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২০, ৩:৩৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

খুলনা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’


১০ নভেম্বর ২০১৯ রবিবার, ০৯:৫১  এএম

বহুমাত্রিক ডেস্ক


খুলনা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

ঢাকা : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন ও খুলনা উপকূল পেরিয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও সামান্য উত্তরপূর্ব দিকে দুর্বলভাবে অগ্রসর হয়ে (সুন্দরবনের কাছ দিয়ে) পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বেশ কিছু এলাকার ফসলি জমি ও লোকালয়। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

আজ রবিবার সকাল আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টির কেন্দ্রভাগ খুলনা জেলার সুন্দরবনে অবস্থান করলেও এর আশপাশের এলাকায় প্রবল শক্তিতে তাণ্ডব চালাচ্ছে। এর আগে ভোর ৫ টায় এটি খুলনা ও বাংলাদেশের দক্ষিণপশ্চিম অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় আকারে আঘাত হানে।

আবহাওয়াবিদরা বলছেন, এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমশঃ দুর্বল হতে পারে। এর প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।