Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

খালেদার সঙ্গে সাক্ষাত করেছেন পরিবারের ৬ সদস্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ২০ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

খালেদার সঙ্গে সাক্ষাত করেছেন পরিবারের ৬ সদস্য

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার পরিবারের ছয় সদস্য। তারা শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বিএসএমএমইউতে প্রবেশ করেন।

ছয় সদস্যের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম ও তার স্বামী রফিকুল ইসলামসহ চারজন। সর্বশেষ গত ৩০ আগস্ট পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। শারীরিক অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া।