Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৪ ১৪৩২, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫

ক্রিকেটের সেই দিনের অপেক্ষায়

খায়রুল হাসান

প্রকাশিত: ০০:৪৫, ৪ জুলাই ২০১৯

প্রিন্ট:

ক্রিকেটের সেই দিনের অপেক্ষায়

ক্রিকেট খেলা জনপ্রিয়
বিশ্ব পরিবার জুড়ে,
সে আনন্দের সু-বাতাশ
বাঙ্গালীর অন্তরে।

নিরানব্বই এর বিশ্বকাপে
অংশ নিয়েছে দেশ,
সেখানেও সফল, কৃতজ্ঞতার ভার
পেয়েছে বাংলাদেশ।

আমি জিতে গেলে জিতে যায় মা
বলেছে খেলোওয়ার তামিম,
সাকিবের খেলা রেকর্ড গড়ে
এনে দিয়েছে সু-দিন।

মাশরাফি তুমি সেরা ক্যাপ্টেন
স্বীকৃত আজ গোটা বিশ্ব,
মুশফিকের হাতে ব্যাট মানে
রান আসবে একশত।

টাইগাররা আজ জনপ্রিয়
অতি ভাল খেলে,
ব্যাট-বল হাতে খাঁটি বাঙ্গালীর
তকমা এনেছে লুফে।

একদিন তোমরা হবে যে সফল
স্বপ্ন পূরণ হবে,
বিশ্বকাপের বিজয় মুকুট
আসবে তোমাদের ঘরে।

সেই দিনের অপেক্ষায়
ষোল কোটি জনতা,
গ্যালারির উচ্ছাস শোনায় মোদের
সে বিজয়ী বার্তা।

বহুমাত্রিক.কম

Walton
Walton