Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ ফাল্গুন ১৪২৬, শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২০, ৯:২৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না : রমেশ চন্দ্র সেন


১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার, ১০:১৫  পিএম

ঠাকুরগাঁও প্রতিনিধি

বহুমাত্রিক.কম


কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না : রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, অপরাধীরা যে দলেরই সঙ্গে থাকুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কঠোর ভাবে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান তিনি।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, দলের নাম ভাঙিয়ে অনেকেই নানা অপকর্মের সঙ্গে লিপ্ত হয়েছেন; যার তালিকা আমাদের কাছে রয়েছে। ছাড় পাবে না কেউ। সরকার শক্ত হাতে এসব অপরাধীদের দমন করবে।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল­াহ আল মামুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম, সদর থানার ওসি আশিকুর রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপ্ন প্রমুখ।

সভায় সদর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত থেকে তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

আইনশৃঙ্খলা কমিটির সভায় শেষে সাংসদ রমেশ চন্দ্র সেন উপজেলা শিক্ষা কমিটির সভায় যোগদান করেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।