Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

কুর্মিটোলা এলাকা থেকে ৭৬ অস্থায়ী ঘর উচ্ছেদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ৯ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

কুর্মিটোলা এলাকা থেকে ৭৬ অস্থায়ী ঘর উচ্ছেদ

ঢাকা : রাজধানীর কুর্মিটোলা থেকে কুড়িল পর্যন্ত রেললাইনের আশপাশের এলাকা থেকে ৭৬টি অস্থায়ী ঘর উচ্ছেদ করেছে র‍্যাব। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব ঘর উচ্ছেদ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, বুধবার সন্ধ্যার কিছু আগে অভিযান শুরু হয়। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে দখলদার কাউকে আটক করা যায়নি, এর আগেই পালিয়ে যান তারা।

সূত্র আরো জানায়, যারা দীর্ঘদিন ধরে অপরাধের এমন ক্ষেত্র তৈরি করেছেন তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রেললাইনে পড়ে থাকা পরিত্যক্ত বগিগুলো সরিয়ে নিতে রেলওয়ে কর্তৃপক্ষকে জানাবে র‍্যাব।

গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables