Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

কলকাতায় যাত্রীদের রবীন্দ্রসঙ্গীত শোনাবে রেল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ২৬ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

কলকাতায় যাত্রীদের রবীন্দ্রসঙ্গীত শোনাবে রেল

রেলযাত্রার একঘেয়েমি কাটাতে লোকাল ট্রেনের সব কামরায় বাজবে রবীন্দ্রসঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত। এমন নিয়ম করা হচ্ছে ভারতের কলকাতায়। তবে বিধানসভা নির্বাচনের আগে রেলের এই সিদ্ধান্তে রাজনীতির গন্ধ পাচ্ছে সেখানকার অন্য রাজনৈতিক দলগুলো।

চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে বেশ কয়েক মাস বন্ধ ছিল ভারতের লোকাল ট্রেন পরিষেবা। এরপর গত ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন চলাচল। বর্তমানে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৯০ শতাংশ লোকাল ট্রেন কোভিড প্রোটোকল মেনে চালানো হচ্ছে।

জানা গেছে, যাত্রীদের মন ভাল রাখার জন্য এই ডিভিশনে লোকাল ট্রেনে রবীন্দ্রসঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত বাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে কয়েকটি ট্রেনের আটটি কামরায় এই গান বাজানো হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জয়কুমার সাহা।

মূলত লোকাল ট্রেনের কামরায় অ্যানাউন্সইং সিস্টেমের মাধ্যমে ওই গান বাজানো হচ্ছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য যাত্রীদের মনোরঞ্জন এবং দীর্ঘ ট্রেনযাত্রাকে আরও সুখকর করা, জানিয়েছেন ডিআরএম।

সূত্র: আনন্দবাজার পত্রিকা