Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

করোনা আরও মারাত্মক রূপ নিতে পারে: হু প্রধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ১৫ মে ২০২১

প্রিন্ট:

করোনা আরও মারাত্মক রূপ নিতে পারে: হু প্রধান

করোনা পরিস্থিতি বিশ্বজুড়ে আরও মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কার প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস।

শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে এক সতর্কবার্তায় তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে এ অতিমারি অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।

শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগামী জুলাই মাসে জাপানের টোকিয়োতে অলিম্পিক্সের আসর বসার কথা। তার আগে ভারতসহ বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত চিন্তায় ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এ আবহে প্রতিটি রাষ্ট্রকে সতর্কতা বাড়ানোর দিকে নজর দেওয়ার আবেদন জানানো হয়েছে।

জাপানের নাগরিক সমাজের একাংশের পক্ষে ইতোমধ্যেই করোনা আবহে অলিম্পিক্সের আয়োজন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

চলতি সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে করোনাভাইরাসের বি.১.৬১৭ প্রজাতিটিকে (যা করোনার ভারতীয় রূপ বলে পরিচিতি পেয়েছে) ‘উদ্বেগজনক’ তকমা দেওয়া হয়েছে। ২০২০-র অক্টোবরে প্রথম ভারতে এ প্রজাতির সন্ধান মিলেছিল। ইতোমধ্যেই তা ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে। অন্যান্য প্রজাতির তুলনায় করোনার এ প্রজাতি অনেক দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে সতর্ক করেছিল হু।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables