Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ আষাঢ় ১৪২৮, বুধবার ২৩ জুন ২০২১, ১০:৪৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

করোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মৃত্যু


১৫ মে ২০২১ শনিবার, ০১:৪৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


করোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মৃত্যু

কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। এক মাস আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।করোনাভাইরাসে আক্রান্তের নিয়ম মেনে আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তার।

কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়।

গত একমাস ধরে অসীম বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থার কখনও উন্নতি হয়েছে, আবার কখনও অবনতি হয়েছিল।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।