Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ১:৪৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ


১৪ এপ্রিল ২০২১ বুধবার, ০৮:৪৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ

করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান কবি শঙ্খ ঘোষ। গত দু’দিন ধরে সামান্য জ্বর ছিল তাঁর।পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে। তার পরেই জানা যায়, করোনা সংক্রামিত হয়েছেন তিনি। খবর আন্দবাজার পত্রিকা’র 

পরিবার সূত্রের খবর, আপাতত জ্বর নেই তাঁর। খানিকটা দুর্বলতা রয়েছে। তবে সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন শঙ্খ ঘোষ। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। এর মধ্যেই গত দু’দিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। তবে হাসপাতালে নয়, এখনও বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে কবির পরিবারের তরফে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।