Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩২, বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫

করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ১৪ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ

-কবি শঙ্খ ঘোষ

করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান কবি শঙ্খ ঘোষ। গত দু’দিন ধরে সামান্য জ্বর ছিল তাঁর।পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে। তার পরেই জানা যায়, করোনা সংক্রামিত হয়েছেন তিনি। খবর আন্দবাজার পত্রিকা’র 

পরিবার সূত্রের খবর, আপাতত জ্বর নেই তাঁর। খানিকটা দুর্বলতা রয়েছে। তবে সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন শঙ্খ ঘোষ। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। এর মধ্যেই গত দু’দিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। তবে হাসপাতালে নয়, এখনও বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে কবির পরিবারের তরফে।

Walton
Walton