Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

কমলগঞ্জে আরও একটি চা বাগানের সহস্রাধিক শ্রমিক স্বেচ্ছায় ছুটিতে

নূরুল মোহাইমীন মিল্টন, বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ২৮ মার্চ ২০২০

প্রিন্ট:

কমলগঞ্জে আরও একটি চা বাগানের সহস্রাধিক শ্রমিক স্বেচ্ছায় ছুটিতে

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকালে ঝুঁকিপূর্ণ অবস্থায় চা শ্রমিকরা কাজ করছেন। সরকারি নির্দেশনায় সারা দেশের সাধারণ ছুটি শুরু হলেও চা শ্রমিকদের এ ছুটির আওতার বাহিরে রাখায় গত কয়েকদিন ধরে চা বাগানগুলোতে আন্দোলন চলছে।

শুক্রবার সকাল থেকে কমলগঞ্জের শমশেরনগর চা বাগান ও ফাঁড়ি বাগানসহ পাঁচটি চা বাগানের শ্রমিকরা স্বেচ্ছায় ছুটি শুরু করে। শনিবার সকাল থেকে উপজেলার মৃর্তিংগা চা বাগানের চা শ্রমিকরা স্ব্চ্ছোয় ছুটিতে চলে যান।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা জানান, মৃর্তিংগা চা বাগানের ১০১৫ জন শ্রমিক সাধারণ ছুটির জন্য ব্যবস্থাপকের কাছে জোর দাবি জানায়। এ দাবির প্রেক্ষিতে মৃতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সমর্থন জানালে ব্যবস্থাপক ছুটি দিতে বাধ্য হয়েছেন।

মৃর্তিংগা চা বাগানের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক প্রদীপ বর্মন বলেন, চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ ও শ্রম মন্ত্রণালয় থেকে চা বাগানে ছুটির কোন নির্দেশনা আসেনি। তাই ছুটি দেওয়া হয়নি। তবে এ চা বাগানের চা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তাদের অর্জিত ছুটি থেকে শনিবার থেকে ছুটি দেওয়া হয়।

এ দিকে কমলগঞ্জে সরকারি মালিকানাধীণ ন্যাশনাল টি কোম্পানী (এনটিসির) ৫টি চা বাগান রয়েছে। এসব চা বাগানে ছুটির দাবিতে গত শুক্রবার থেকে চা শ্রমিক ও চা বাগান পঞ্চায়েত কমিটির মধ্যে আলোচনা চলছে। চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালির কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা বলেন, আশা করা যাচ্ছে চা শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে শীঘ্রই সরকারিভাবে ছুটি দানের নির্দেশনা আসবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables