Bahumatrik :: বহুমাত্রিক
 
১৮ আষাঢ় ১৪২৭, শুক্রবার ০৩ জুলাই ২০২০, ৩:৪৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কবি গোলাম মোস্তফা মুন্না’র জন্মদিনে শুভেচ্ছা


১৬ অক্টোবর ২০১৯ বুধবার, ০৫:০০  পিএম

মুস্তাক মুহাম্মদ

বহুমাত্রিক.কম


কবি গোলাম মোস্তফা মুন্না’র জন্মদিনে শুভেচ্ছা

যশোর: বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিদ্রোহী সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে বিদ্রোহী সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয় কারুকাজে ফুলেল শুভেচ্ছা জানান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, বর্তমান সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাসান তুহিন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মাহমুদা খানম, সম্মানিত সদস্য মুস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় সামাজিক সংগঠন বনি ফেসের প্রতিষ্ঠাতা সভাপতি বনি বিল্লাহ, মোস্তানূর রহমান স্বাক্ষর ও অক্ষর উপস্থিত ছিলেন। এছাড়া কপ‌োতাক্ষ সাহ‌িত্য পর‌িষদ‌ের পক্ষে শুভ‌েচ্ছা জানায়‌েছে কবি মুস্তাক মুহাম্মদ , কব‌ি মুহাম্মদ শামীম , কব‌ি ম‌েহেদী হাসান , মুহা : আবুল কালাম আজাদ

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।