Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২১ ১৪৩২, সোমবার ০৫ জানুয়ারি ২০২৬

কপোতাক্ষ সাহ‌িত্য পর‌িষদ বাঁকড়ার ২৫ তম সাহ‌িত্যসভা

মুস্তাক মুহাম্মদ, ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ১০ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

কপোতাক্ষ সাহ‌িত্য পর‌িষদ বাঁকড়ার ২৫ তম সাহ‌িত্যসভা

ছবি: বহুমাত্রিক.কম

যশোর : গত ৮ নভেম্বর সকাল ১০ টায় কপোতাক্ষ সাহিত্য পরিষদ, বাঁকড়া বাজার, ঝিকরগাছা, যশোরের ২৫তম সাহিত্য আসর বাঁকড়া বাজারের জনতা ব্যাংকের নিচে অস্থায়ী কার্যালয়ে গবেষক কব‌ি আবুল কালাম আজাদ‌ের সভাপতিত্বে কবি মুস্তাক মুহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচক হিসেবে কবি মুস্তাক মুহাম্মদ গত আসরের বুক র‌িভিউ এর ফলোআপ নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন। পঠিত সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন কবি হেলাল আনওয়ার। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি বিএসএম আলী আকবার, মহিলা কবি নুরুন নাহার ,কবি এম এম নজরুল ইসলাম ,অতিথি কবি আলতাফ হোসেন , কবি মশিয়ার রহমান, কব‌ি শহ‌িদুর রহমান, কবি গাজী মেহেদী হাসান, গবেষক মাওলানা সিরাজুল ইসলাম, কবি সাইফুল ইসলাম, কবি আতেয়ার রহমান, কবি শহিদ খান ও কব‌ি আব্দুল কাদ‌ের।

বহুমাত্রিক.কম

Walton
Walton