Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ বৈশাখ ১৪২৮, শুক্রবার ০৭ মে ২০২১, ৭:১৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

উলিপুরের এমপি অধ‌্যাপক ম‌তিন করোনায় আক্রান্ত


০১ আগস্ট ২০২০ শনিবার, ০১:০২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


উলিপুরের এমপি অধ‌্যাপক ম‌তিন করোনায় আক্রান্ত

মহামারি ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন কু‌ড়িগ্রা‌ম-৩ উলিপুর আস‌নের সংসদ সদস‌্য (এমপি) অধ‌্যাপক এম এ ম‌তিন। শুক্রবার রংপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের পি‌সিআর ল‌্যা‌বের ফলাফলে তার শরী‌রে করোনার অ‌স্তিত্ব পাওয়া যায়।

বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, ক‌য়েক‌দিন ধ‌রে এমপি অধ‌্যাপক এম এ ম‌তিন ক‌রোনা উপসর্গ জ্বর ও শ্বাসক‌ষ্টে ভুগ‌ছি‌লেন। প‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য বিভাগ তার নমুনা সংগ্রহ ক‌রেন। শুক্রবার রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের পি‌সিআর ল‌্যা‌বের রিপোর্টে তার কভিড-১৯ এর অ‌স্তিত্ব পাওয়া যায়।

উপ‌জেলা স্বাস্থ‌্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার ব‌লেন, ক‌রোনা প‌জি‌টিভ রিপোর্ট আস‌লেও তি‌নি বর্তমা‌নে সুস্থ আছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

রাজনীতি -এর সর্বশেষ