Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

উদ্বোধনী অনুষ্ঠান ও চিয়ারগার্লবিহীন এবারের আইপিএল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

উদ্বোধনী অনুষ্ঠান ও চিয়ারগার্লবিহীন এবারের আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর শুরু হচ্ছে শনিবার থেকে। তার আগের রাতটা থাকে জাঁকজমক। বর্ণিল সাজে উদ্বোধন হয় আইপিএল।

তবে লিগটির ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। করোনা মহামারির কারণে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।
ভারতে করোনা মহামারির কারণে আইপিএলের এবারের আসর সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বদ্ধ মাঠে অর্থাৎ দর্শক বিহীন সুনসান থাকবে প্রতিটি ম্যাচ।

শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট মুম্বাই ইন্ডিয়ান্স (চ্যাম্পিয়ন) এবং চেন্নাই সুপার কিংস (রানার-আপ)।

ম্যাচের আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল টসের আগে আইপিএল উদ্বোধন ঘোষণা করে দেবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে থাকছে না কোনও চিয়ারগার্লও। সব দিক দিয়েই এ বার অন্য রকম এক আইপিএল দেখবে সমর্থকেরা।