Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ আষাঢ় ১৪২৮, বুধবার ২৩ জুন ২০২১, ১০:৪০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ঈদের দিনে দেশজুড়ে বাস টার্মিনালে ধর্মঘটের ডাক


১৪ মে ২০২১ শুক্রবার, ০৮:৫৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


ঈদের দিনে দেশজুড়ে বাস টার্মিনালে ধর্মঘটের ডাক

আন্তঃজেলা বাস চলাচলের অনুমতির দাবিতে ঈদুল ফিতরের দিন শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, আন্তঃজেলা বাস চালানোর সুযোগ দেওয়ার দাবিতে ঈদের দিন শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশের সব বাস টার্মিনালে মালিক-শ্রমিকরা মিলেমিশে অবস্থান ধর্মঘট পালন করবো।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।