Bahumatrik :: বহুমাত্রিক
 
১৯ আষাঢ় ১৪২৭, শনিবার ০৪ জুলাই ২০২০, ৮:৪৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ইন্দোনেশিয়ায় আত্মঘাতি বোমা হামলায় নিহত ১


১৩ নভেম্বর ২০১৯ বুধবার, ১২:০৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ইন্দোনেশিয়ায় আত্মঘাতি বোমা হামলায় নিহত ১

ঢাকা: ইন্দোনেশিয়ায় একটি থানার সামনে আত্মঘাতি বোমা হামলায় সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়েছে।বুধবার কতৃপক্ষ এ কথা জানায়।

সুমাত্রা দ্বীপের মিদানে একটি পুলিশ স্টেশন চত্বরে স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় (০১৪৫ জিএমটি) এই বিষ্ফোরণ ঘটে।
দেশটির পুলিশের মুখপাত্র দিডি প্রাসটিও জাকার্তায় সাংবাদিকদের বলেন,আত্মঘাতি বোমা হামলায় জড়িত এক হামলাকারী নিহত হয়েছে।

এএফপির এক রিপোর্টার থানার বাইরে ঘটনাস্থলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়,পরপর দুইটি বোমা হামলা চালানো হয়েছে।স্থানীয় মিডিয়ার অসমর্থিত রিপোর্টে বলা হয়েছে,বোমা হামলার পরে এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয়েছে ,তবে তাৎক্ষণিকভাবে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

সংবাদে বিশ্ব -এর সর্বশেষ