Bahumatrik :: বহুমাত্রিক
 
২ শ্রাবণ ১৪২৬, বুধবার ১৭ জুলাই ২০১৯, ৩:১৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আসছে পোর্ট-বাটনহীন স্মার্টফোন


০৫ মে ২০১৯ রবিবার, ০৯:৩৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


আসছে পোর্ট-বাটনহীন স্মার্টফোন

ঢাকা : বাজার দখলে প্রযুক্তির নিত্যনতুন চমক নিয়ে হাজির হচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এবার বাটন, ছিদ্র ও পোর্টহীন স্মার্টফোন আনলো মেইজু ও ভিভো।

মেইজু জিরো নামের অত্যাধুনিক টেকনোলজির স্মার্টফোনটি তৈরি করেছে মেইজু নামের একটি চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা।

এছাড়াও একই প্রযুক্তির ফোন বাজারে এনেছে ভিভো। তাদের তৈরি ফোনের নাম ভিভো অ্যাপেক্স ২০১৯।

ফোন দুটিতে থাকছে না সিম-স্লট, বাটন, ছিদ্র বা কোনো পোর্ট। এতে নেই কোনো স্পিকারের জায়গা। চার্জিং পয়েন্টও খুঁজে পাওয়া যাবে না স্মার্টফোনের কোথাও।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

প্রযুক্তির সাথে -এর সর্বশেষ