Bahumatrik :: বহুমাত্রিক
 
১৬ জ্যৈষ্ঠ ১৪২৭, শনিবার ৩০ মে ২০২০, ৮:০৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আক্কেলপুরে আইসোলেশনে থাকা ৩ জন করোনা মুক্ত


৩১ মার্চ ২০২০ মঙ্গলবার, ০৫:৩০  পিএম

আক্কেলপুর প্রতিনিধি

বহুমাত্রিক.কম


আক্কেলপুরে আইসোলেশনে থাকা ৩ জন করোনা মুক্ত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অতিথিশালায় আইসোলেশনে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৩ জন রোগী করোনা ভাইরাস মুক্ত বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আইসোলেশনে থাকা ৩ জন রোগীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের কোনো জীবাণু পায়নি আইইডিসিআর। গত শনিবার তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিল জেলা সিভিল সার্জন অফিস।

করোনা আক্রান্ত বলে সন্দেহ করা ওই তিন রোগীর নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনার উপস্থিতি পায়নি বলে সোমবার রাতে জেলা সিভিল সার্জনকে পাঠানো এক বার্তায় নিশ্চিত করেছে আইইডিসিআর কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা কালাই ও ক্ষেতলাল উপজেলার তিন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনার জীবাণু পাওয়া যায়নি। আইইডিসিআর কর্তৃপক্ষ নমুনা পরীক্ষার প্রতিবেদনের কপি তার দফতরে ইমেইলে পাঠিয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

জাতীয় -এর সর্বশেষ