Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

আক্কেলপুরে অতিরিক্ত ধান মজুদের দায়ে জরিমানা

আক্কেলপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২২, ৫ অক্টোবর ২০২০

প্রিন্ট:

আক্কেলপুরে অতিরিক্ত ধান মজুদের দায়ে জরিমানা

ছবি- বহুমাত্রিক.কম

জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে দুইটি গোডাউনে অবৈধভাবে অতিরিক্ত ধান মজুদ রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে পৃথকভাবে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার তিলকপুর বাজারের ভাটকুড়ি নামক স্থানে মেসার্স আমির মন্ডল চাউল কলের মালিক আমির মন্ডলকে অবৈধ ভাবে অতিরিক্তি ধান মজুদ রাখায় ৫ হাজার টাকা এবং অপর এক ধান ব্যবসায়ী এমদাদুল হককে লাইসেন্সবিহীন ভাবে অতিরিক্ত ধান মজুদ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, খাদ্য পরিদর্শক এবিএম গোলাম কিবরিয়া, অপূর্ব রায়হান প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য দপ্তরকে সঙ্গে নিয়ে দুইটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। যারা অবৈধ ভাবে আরৎদারী কিংবা মজুদের সঙ্গে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা প্রশাসন নিয়মিত এই অভিযান পরিচালনা করবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables