Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ শ্রাবণ ১৪২৭, বুধবার ১২ আগস্ট ২০২০, ৯:২৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সাঈদ খোকন


১২ জানুয়ারি ২০২০ রবিবার, ০৮:৩৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সাঈদ খোকন

ঢাকা : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম সম্মেলনে প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ পদে মনোনয়ন প্রদান করেন।

আজ রবিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাঈদ খোকন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তার বদলে দলীয় মনোনয়ন পান ঢাকা-১০-এর সংসদ সদস্য ফজলে নূর তাপস।

সাঈদ খোকন ঢাকার প্রয়াত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।