Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

আইসিইউতে কামাল লোহানী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ২০ জুন ২০২০

প্রিন্ট:

আইসিইউতে কামাল লোহানী

করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে কামাল লোহানীকে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন।এর আগে শুক্রবার কামাল লোহানীর ছেলে সাগর লোহানী ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, ‘বাবা কামাল লোহানী শেষ পর্যন্ত কোভিড-19 পজিটিভ হলেন। এখন সিএমএইচে নেয়াটা অত্যন্ত জরুরি। সকলের সহযোগিতা চাই।’

শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৭ জুন সকালে কামাল লোহানীকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সকালে তিনি জানান, তার বাবার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তাকে কেবিনে রেখেই ‘আইসিইউ’ সাপোর্ট দেয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার তেমন উন্নতি ঘটেনি। এ তথ্য জানানোর ঘণ্টা দেড়েক পর সাগর তার বাবার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।