Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ায় ১৫৩ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ২১ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

অস্ট্রেলিয়ায় ১৫৩ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত

অস্ট্রেলিয়ার ওয়াল্লান শহরে মেলবোর্ন-সিডনি রুটে একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ঘটা এই ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।

অস্ট্রেলিয়া পুলিশ জানায়, ট্রেনটি ১৫৩ জন যাত্রী নিয়ে লাইনচ্যুত হয়। নিহতরা দুজনই ট্রেনটির চালক বলে জানা গেছে। এই দুর্ঘটনায় বিষয়ে পুলিশ কর্মকর্তা পিটার কোগের বলেন, আমরা খুব ভাগ্যবান যে সেখানে খুব বেশি লোকজন হতাহত হয়নি। তবে পরিস্থিতি এর চেয়ে আরো খারাপ হতে পারতো।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিডনি-মেলবোর্ন রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।