Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

‘অবকাঠামো খাতে জামিলুর রেজা চৌধুরীর অবদান অনন্য’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ২৮ এপ্রিল ২০২০

আপডেট: ১৬:৪১, ২৮ এপ্রিল ২০২০

প্রিন্ট:

‘অবকাঠামো খাতে জামিলুর রেজা চৌধুরীর অবদান অনন্য’

ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর (৭৭) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এর কলাবাগানের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এই কীর্তিমান শিক্ষাবিদ ও প্রকৌশলী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোক বার্তায় বাকৃবি উপাচার্য বলেন, ‘জাতীয় কর্মবীর অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন দেশের একজন প্রাজ্ঞ ও কৃতি ব্যক্তিত্ব। প্রকৌশলী, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে তার দক্ষতা ও সুনাম বিশ্বব্যাপী স্বীকৃত। দেশের অবকাঠামো নির্মাণ খাতে তার অনন্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। একুশে পদক প্রাপ্ত এই গুণী ব্যক্তিত্বের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

অধ্যাপক ড. লুৎফুল হাসান মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।