Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ৫ মার্চ ২০২০

প্রিন্ট:

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফি

ঢাকা : ওয়ানডে অধিনায়ক হিসেবে আগামীকাল শেষ ম্যাচ খেলবেন মাশরাফী বিন মুর্তজা। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেটিই হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ।

জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার  দুপুরে মাশরাফী একথা জানান।

তিনি বলেন, সবাইকে ধন্যবাদ জানাই। বিসিবি ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। হাথুরুসিংহে, খালেদ মাহমুদ সুজন, রোডস ও ডমিঙ্গোকে ধন্যবাদ। সবার সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না।

সাধারণ খেলোয়াড় হিসেবে পরবর্তী অধিনায়ককে সাহায্য করবেন বলেও জানান ম্যাশ। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে দলের পরিকল্পনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।