Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

হামলাকারীর মৃত্যু : ফ্রান্সে জিম্মি সংকটের অবসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ২৩ মার্চ ২০১৮

আপডেট: ২৩:১৫, ২৩ মার্চ ২০১৮

প্রিন্ট:

হামলাকারীর মৃত্যু : ফ্রান্সে জিম্মি সংকটের অবসান

ঢাকা : পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর থ্রেবের এক সুপারমার্কেটের জিম্মি সংকটের অবসান হয়েছে।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বন্দুকধারীর গুলিতে সেখানে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে থ্রেব শহরের `সুপার ইউ শপ` নামের ওই সুপার মার্কেটে বেশ ক`জনকে জিম্মি করেন একজন বন্দুকধারী। পরে পুলিশ ওই মার্কেটটি ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করে ও `সিরিয়ায় হামলার প্রতিশোধ` বলে স্লোগান দেয়।রয়টার্স জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস।

থ্রেব শহরের মেয়র এরিস মেনাসি বলেন, হামলাকারী সেখানে কয়েকজন পুলিশ সদস্যের দিকে গুলি ছুড়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer