Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

স্বল্প সুদে বাংলাদেশকে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি দিবে জাপান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

স্বল্প সুদে বাংলাদেশকে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি দিবে জাপান

ফাইল ছবি

ঢাকা : জ্বালানি খরচ কমিয়ে শিল্পক্ষেত্রে প্রতিযোগিতা বহাল রাখতে চায় বাংলাদেশ। আর এই কারনে স্বল্প সুদের কর্মসূচিতে বাংলাদেশকে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে উৎসাহিত করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

এ কর্মসূচির আওতায় যে কোনো কোম্পানি বস্ত্রশিল্পসহ বিভিন্ন যন্ত্রপাতি স্বল্প সুদে জাপান থেকে সংগ্রহ করতে পারবে। সেখান থেকে বাংলাদেশও এ সুবিধা নিতে পারবে বলে জানিয়েছে জাইকা।

বাজারে যেখানে ৯-১৫ শতাংশ সুদ চালু আছে, সেখানে এসব যন্ত্রপাতি কিনতে ৪ শতাংশ সুদ দেয়া হবে বলে জাপানের নিক্কি এশিয়ান রিভিউ পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের সঙ্গে ইতিমধ্যে ফেব্রুয়ারিতে তিনটি চুক্তি হয়েছে। আরও ১০টি চুক্তি আলোচনাধীন রয়েছে। চূড়ান্ত হিসাবে চার কোটি ৭১ লাখ ডলারের অর্ডার দেয়া হবে বলে প্রত্যাশা করা হয়েছে। গত বছর বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচিতে ১০০ কোটি ইয়েন দিয়ে সহায়তা দিয়েছে জাইকা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer