Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সুশৃঙ্খল সেনাবাহিনী গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখে:প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ২২ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সুশৃঙ্খল সেনাবাহিনী গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখে:প্রধানমন্ত্রী

ঢাকা : শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী সেনাবাহিনী সবসময় যেকোন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এটি সংহত করার জন্য একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী খুবই সহায়ক ভূমিকা রাখে।

রোববার ঢাকা সেনানিবাসে ‘সেনা সদরদপ্তর নির্বাচন বোর্ড ২০১৮’ এর উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি সেনাবাহিনীতে দেশপ্রেমিক ও যোগ্য নেতা নির্বাচন করতে জেনারেলদের প্রতি আহ্বান জানান যারা মহান মুক্তিযুদ্ধের চেতনা দ্বারা অনুপ্রাণিত।

‘নেতৃত্ব তাদের দেয়া উচিৎ যারা সুশিক্ষিত, সক্রিয়, সতর্ক, বুদ্ধিমান এবং সর্বোপরি যাদের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য দৃঢ় বিশ্বাস রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও দেশপ্রেমিকদের হাতে সেনাবাহিনীর নেতৃত্ব দেয়া উচিৎ’, বলেন শেখ হাসিনা।

ইউএনবি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer