Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সিপিবি’র একাদশ কংগ্রেস শুরু হচ্ছে শুক্রবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ২৭ অক্টোবর ২০১৬

আপডেট: ২১:৩৫, ২৭ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

সিপিবি’র একাদশ কংগ্রেস শুরু হচ্ছে শুক্রবার

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চার দিনব্যাপী একাদশ কংগ্রেস শুক্রবার শুরু হচ্ছে। বেলা দুইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মাধ্যমে এ কংগ্রেস শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রমিক কৃষক মেহনতি মানুষের ব্যাপক গণজমায়েতের প্রস্তুতি নেয়া হয়েছে।
মার্কসবাদী মতবাদভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিখিল ভারত কমিউনিস্ট পার্টির উত্তরাধিকারী সংগঠন। ১৯২৫ সালের ২৬ ডিসেম্বর কানপুরে অনুষ্ঠিত এক সম্মেলনে নিখিল ভারত কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

উদ্বোধনী দিনে আগামীকাল লাল পতাকা নিয়ে দলটির নেতা-কর্মীরা রাজধানীতে শোভাযাত্রা বের করবে। বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষে হবে।
এবার সম্মেলনে ১০টি দেশ থেকে ২৬ জন প্রতিনিধি কংগ্রেসে সংহতি জানাতে উপস্থিত থাকবেন।

উদ্বোধনের পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে নয়টায় গুলিস্তানের কাজী বশীর মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) রুদ্ধদ্বার সাংগঠনিক অধিবেশন শুরু হয়ে ৩১ অক্টোবর বিকাল পর্যন্ত চলবে। সেখানে আগামী চার বছরের জন্য কেন্দ্রীয় কমিটি গঠনসহ দলটির সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।

এছাড়াও ২৯ অক্টোবর শনিবার বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘সাম্রাজ্যবাদ, নয়া উদারনীতিবাদ ও ধর্মীয় মৌলবাদ’ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে কংগ্রেসে যোগদানকারি বিদেশি প্রতিনিধিরা অংশ গ্রহণ করবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer