Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস বর্জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ১৫ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস বর্জন

ফাইল ছবি

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা।
 
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ক্লাস বর্জন করে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অপরাজেয় বাংলার পাদদেশ অবস্থান নেন।
 
রোববারও এই দাাবিতে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আন্দোলনরতদের সাত কলেজের সকল কার্যক্রম তাদের নিজস্ব ক্যাম্পাসে হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা সেটা প্রত্যাখ্যান করে। শিক্ষার্থীদের দাবি সাত কলেজ আগে যেমন ছিলো তেমনভাবে ফিরে যেতে হবে।
 
ক্লাস বর্জনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. আখতারুজ্জামান বলেন, তাদের আমি বলেছি যে সাত কলেজের সকল কার্যক্রম তাদের স্ব-স্ব কলেজে অনুষ্ঠিত হবে। এখন যদি তারা সেটা না বুঝে তাহলে কি করা?
Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer