Bahumatrik Logo
১১ কার্তিক ১৪২৩, বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০১৬, ৬:৫৫ পূর্বাহ্ণ

শাহজালালে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ ২ ভাই আটক


১৭ জুন ২০১৬ শুক্রবার, ০৪:০৪  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


শাহজালালে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ ২ ভাই আটক

ঢাকা : হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৪ কেজি স্বর্ণের বার ও অলঙ্কারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তারা সম্পর্কে ভাই। 

আটক মামুন খান ও মুরাদ খান কোমরে বাধা বিশেষ বেল্টের মধ্যে সোনার বার ও অলংকার লুকিয়ে এনেছিলেন।

ঢাকা কাস্টম হাউজ প্রিভেনটিভ টিমের সহকারী কাস্টমস কমিশনার ( এসি) মো. রেজাউল করিম এ খবর নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে শুল্ক গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।  

তিনি জানান, সিঙ্গাপুর থেকে টিজি ৩২১ ফ্লাইটে করে মামুন খান ও মুরাদ খান বাংলাদেশে আসেন। কোমরে বিশেষ একটি বেল্টের মধ্যে তারা স্বর্ণ লুকিয়ে রাখেন। সন্দেহ হলে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দারা তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ কেজি ৩৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করে। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য সাত কোটি ১৬ লাখ টাকা।

আটক মামুন ও মুরাদ গাজীপুরের কাপাসিয়ার জামাল উদ্দিন খানের ছেলে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।