Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শমশেরনগরে বই মেলা ও পদক প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ২১ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০২:২৭, ২২ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

শমশেরনগরে বই মেলা ও পদক প্রদান

ছবি : বহুমাত্রিক.কম

মৌলভীবাজার : প্রতি বছরের ন্যায় মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শহীদ মিনার চত্ত্বেরে বুধবার দিনব্যাপি বই মেলা অনুষ্ঠিত হয়।

শমশেরনগর সাহিত্যাঙ্গনের উদ্যোগে চতুর্থ বই মেলা সকাল ৯টা থেকে শুরু হয়। বিকাল ৪টায় বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

মেলায় মোট ৮টি স্টল নিয়ে আয়োজিত পদক প্রদান ও আলোচনা পর্বে প্রভাষক শাহজাহান মানিক এর সঞ্চালনায় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহফুজুর রহমান, কবি আব্দুস শহীদ সাগ্নিক ও মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান চৌধুরী তফাদার রিজওয়ানা সুমী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু। অনুষ্ঠানে সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শমশেরনগর পদক-২০১৮ প্রদান করা হয়।

সারাদিন মেলাস্থলে শহীদ বেদীতে শিশুদের অংশ গ্রহনে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া ভাষা আন্দোলনের উপর একটি নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer