Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে আন্তর্জাতিক প্রতিনিধি দল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ১৭ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে আন্তর্জাতিক প্রতিনিধি দল

ফাইল ছবি

ঢাকা :  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন সফররত জাপান, জার্মানি, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট। 

আগামী রোববার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে তারা এই পরিদর্শনে যাবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ে প্রতিনিধি ফ্রেডারিকা মঘারিনি, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালসট্রমকে সঙ্গে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী কক্সবাজার যাবেন। প্রতিনিধি দল কুতুপালং ও উখিয়া এলাকায় রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করবেন। 

তারা কথা বলবেন আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে প্রতিনিধি দলের। পরিদর্শন শেষে ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সফর শেষে তারা মিয়ানমারের নেপিদোতে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আসেম সম্মেলনে যোগ দিতে রওনা হবেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer