Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রুশ সেনাদের সেলফি ও ব্লগ পোস্টে নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ৬ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রুশ সেনাদের সেলফি ও ব্লগ পোস্টে নিষেধাজ্ঞা

ঢাকা : রাশিয়ার সেনা সদস্যরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেলফি ও ইন্টারনেটে ব্লগ পোস্ট করতে না পারে সে লক্ষ্যে আইনের খসড়া তৈরি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, সেনা সদস্যদের তোলা ছবির মাধ্যমে রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপনীয় স্থান বাঘাঁটি সম্পর্কে শত্রুপক্ষ নানা তথ্য পেয়ে যেতে পারে।

এছাড়া স্বয়ংক্রিয় ভূ-অবস্থানের মাধ্যমেও জানা সম্ভব হবে যে সেনারা কোথায় অবস্থান করছে। এ কারণে নিরাপত্তার কথা ভেবে এ উদ্যোগ নিতে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি রাশিয়ার কিছু সেনা সদস্যের তোলা সেলফিতে ইউক্রেন ও সিরিয়াতে রুশ সেনা ঘাঁটির কিছু দৃশ্য চলে আসে।এই প্রেক্ষাপটে এমন নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে।

এছাড়াও ২০১৪ সালে রাশিয়ার এক সেনা সদস্য ইউক্রেনভিত্তিক রুশ সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর কাছে গ্র্যাড রকেট সরবরাহের একটি ছবি টুইটারে পোস্ট করেছিলেন, যা কিনা পরবর্তীতে বিবিসির মিরোস্লাভা পেতসা রিটুইট করেছিলেন।

এই ঘটনা সে সময়ে বেশ আলোচনার সৃষ্টি করেছিলো।বিবিসি বাংলা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer