Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ২৭ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

ছবি- টিভি থেকে

ঢাকা: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে পাওয়ার সেলের মহাপরিচালক নওয়াজ মোহাম্মদ হোসাইন পাওয়ার পয়েন্টে তথ্যচিত্র উপস্থাপনা করেন।

তথ্যচিত্রে রামপাল নিয়ে পরিবেশগত নানা বিষয় তিনি তুলে ধরেন। প্রকল্প এলাকায় ৫ লাখ বৃক্ষরোপন করা হবে বলে জানান।

তিনি বলেন, কয়লা পরিবহনে পরিবেশ বিপন্ন হবে বলে অনেকেই বলছেন। তবে এ যুক্তি খণ্ডন করে তিনি বলেন, ঢাকনাযুক্ত জাহাজ ব্যবহার করে কয়লা পরিবহন করা হবে বিধায় কয়লা থেকে দূষণ হবে না। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে বহু সংগঠন প্রতিবাদ জানাচ্ছে ও প্রকল্প বাতিলের দাবি করছে। তবে নানা অভিযোগ ও আন্দোলন সত্ত্বেও সরকার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তে অটল রয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সব অভিযোগের জবাব দেয়ার পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা ও যুক্তি তুলে ধরবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer