Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা চলবে : বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা চলবে : বার্নিকাট

ঢাকা : রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।

বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাষ্ট্রদূত।

বার্নিকাট বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করা এবং চলমান পরিস্থিতি অনুধাবন করা একজন রাষ্ট্রদূত হিসেবে এটা আমার দায়িত্ব। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেছি। এরই ধারাবাহিতায় আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। ভবিষ্যতেও অন্য রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গেও আলোচনা অব্যাহত থাকবো।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, টানা প্রায় ২ ঘণ্টার বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া খালেদা জিয়া ও দলের শীর্ষ নেতাদের মামলার বিষয়ে কথা হয়েছে।

এর আগে বিকেল পৌনে ৫টায় খালেদার সঙ্গে বৈঠকে বসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা রিয়াজ রহমান ও বার্নিকাটের সঙ্গে আগত দুই কর্মকর্তা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer