Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাজধানীতে পুলিশের সামনে সাংবাদিকদের ওপর বর্বরতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১১, ৬ আগস্ট ২০১৮

আপডেট: ০২:১১, ৬ আগস্ট ২০১৮

প্রিন্ট:

রাজধানীতে পুলিশের সামনে সাংবাদিকদের ওপর বর্বরতা

ছবি : সংগৃহীত

ঢাকা : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ৮ম দিনে রোববার বর্বরতা চললো সাংবাদিকদের ওপর। এদিন দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনের সময় অন্তত ৫ জন সাংবাদিককে সশস্ত্র হামলার শিকার হতে হয়। হেলমেট পরিহিত দেশিয় বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে একদল যুবক এ হামলা চালালেও অদূরেই দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা সংবাদকর্মীদের রক্ষায় এগিয়ে আসেননি।

আহত সাংবাদিকরা জানান, শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছিল একদল যুবক। সাইন্স ল্যাবরেটরি এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলার সময় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর চড়াও হয় হেলমেট পরিহিতরা। 

এসময় সায়েন্স ল্যাবরেটরি এলাকায় মারধরের শিকার হন এসোসিয়েটেড প্রেসের (এপি) ফটো সাংবাদিক এ এম আহাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমেদ দীপ্ত, ফ্রিল্যান্স ফটোসাংবাদিক পাঠশালার রাহাত করিম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী মাহমুদুজ্জামান অভি, চ্যানেল আইয়ের সামিয়া রহমান, বণিক বার্তার পলাশ সিকদার, বিডি মর্নিং`র আবু সুফিয়ান, জনকণ্ঠের জাওয়াদ হামলার শিকার হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer