Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

যাকাতের মাধ্যমে দরিদ্রদের উন্নতির ধারায় আনা সম্ভব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ১১ মে ২০১৮

আপডেট: ১৬:২০, ১১ মে ২০১৮

প্রিন্ট:

যাকাতের মাধ্যমে দরিদ্রদের উন্নতির ধারায় আনা সম্ভব

ঢাকা : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তুফা কামাল বলেছেন, যাকাতের মাধ্যমে দারিদ্র্য জনগোষ্ঠীকে খুব সহজেই উন্নতির ধারায় আনা সম্ভব। তাই যাকাতকে বিপ্লবের আওতায় আনতেই হবে। এক্ষেত্রে ধর্মীয় নেতারা অবদান রাখতে পারেন। কারণ তাদের কথা মানুষ শোনে ও মানে। মুসল্লিদের এ বিষয়ে অনুপ্রাণিত করার কাজটি সম্পাদন করতে হবে।

শুক্রবার গুলশানের শ্যুটিং ক্লাবে ৬ষ্ঠ যাকাত মেলা ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যাকাতের কথা বলা মানে ইবাদতে অংশগ্রহণ করা। যারা ধনী তাদের সম্পদের উপর গরীবের হক রয়েছে। কোরআন-হাদিসে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এখন শুধু আমাদের প্রচারণা বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মুস্তফা জামান আব্বাসী, ইসলামী ব্যাংক`স কনসালটেটিভ ফোরামের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল, সিজেডএম`র সদস্য সচিব এ এম এম নাসির উদ্দিন, সভাপতি নিয়াজ রহিমসহ প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer