Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘ভুয়া জনপ্রতিনিধিদের থেকে এর বেশি আশা করা যায় না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ২২ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘ভুয়া জনপ্রতিনিধিদের থেকে এর বেশি আশা করা যায় না’

ঢাকা : ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সংসদে সমালোচনাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করে জ্যেষ্ঠ আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বিনাভোটের ভুয়া জনপ্রতিনিধিদের কাছ থেকে এর বেশি আশা করাও যায় না।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সংসদে যেভাবে কথা বলা হয়েছে তা দুঃখজনক। এনিয়ে আলোচনার মধ্য দিয়ে সংসদ সদস্যরা নিজে থেকেই প্রমাণ করেছেন যে তারা কতোটা অযোগ্য। বর্তমান সংসদের বেশিরভাগ সদস্যই বিনাভোটের। এই ভুয়া জনপ্রতিনিধিদের কাছ থেকে এর বেশি আশা করাও যায় না।’

তিনি বলেন, ‘একটি রাষ্ট্রে তিনটি বিভাগ থাকে-আইন সভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। আইনসভা ও নির্বাহী বিভাগের মাঝে রেফারির ভূমিকা পালন করে বিচার বিভাগ। রেফারি না থাকলে দ্বন্দ্ব-সংঘাত কে রোধ করবে?’

 

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খালেকুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer