Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ভারতের আইসিসিআর স্কলারশিপের আবেদনের সময় বাড়ল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ২২ জানুয়ারি ২০১৮

আপডেট: ১০:৪৫, ২২ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

ভারতের আইসিসিআর স্কলারশিপের আবেদনের সময় বাড়ল

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর) স্কলারশিপের অনলাইন আবেদনের সময়সীমা ২৭ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
 
এর আগে স্কলারশিপের জন্য অনলাইন আবেদনের শেষ সময় ছিল গত শনিবার। হাইকমিশন জানিয়েছে, আইসিসিআর স্কলারশিপ নিয়ে ব্যাপক আগ্রহের কারণে আবেদন জমাদানের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। ২৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
 
প্রসঙ্গত, এই শিক্ষাবৃত্তির আওতায় চিকিত্সা বিষয় ছাড়া অন্য সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনা করা যাবে। বৃত্তি পেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং সদ্য শেষ হওয়া পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫ এর মধ্যে ৩ থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer