Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বাজারে শীতকালীন সবজি ও মাছের দামে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৪, ২৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাজারে শীতকালীন সবজি ও মাছের দামে ঊর্ধ্বগতি

ঢাকা : ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার কারণে নদীতে নামতে পারছে না জেলেরা, যার প্রভাবে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরণের মাছের দাম।

তবে আগামী সপ্তাহে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস ব্যবসায়ীদের যদিও এতে একেবারেই আস্থাহীন ক্রেতারা।

এদিকে, দামের ঊর্ধ্বগতি নিয়েই বাজারে আগমন ঘটেছে নানা ধরণের শীতকালীন সবজির।

প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ রক্ষায় বন্ধ মাছ আহরণ, আর এ কারণে বাজারে নেই জাতীয় মাছ। কিন্তু বিক্রেতাদের ঝুড়িতে ঘাটতি নেই রুই, চিংড়ি, তেলাপিয়া, আর কই মাছের। পর্যাপ্ত আমদানি রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছেরও।

এদিকে, সীমিত আকারে আমদানির মাধ্যমে বাজারে আগমনী বার্তা দিচ্ছে বিভিন্ন রকমের শীতকালীন সবজি। কিন্তু দাম শুনেই ফেরত যেতে হচ্ছে অনেক ক্রেতাকে, বাজারে টমেটো ১৪০, শিম ১২০, নতুন আলু বিক্রি হচ্ছে ১`শ টাকা দরে।

বাজারে কমেছে ব্রয়লার মুরগীর দাম, ১৫ টাকা কমে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, গরু ৪৫০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা দরে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer