Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪

বাংলাদেশের পর টেস্ট মর্যাদা পেল আফগানিস্তান-আয়ারল্যান্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ২২ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশের পর টেস্ট মর্যাদা পেল আফগানিস্তান-আয়ারল্যান্ড

ঢাকা : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট দল সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। নতুন দেশ হিসেবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। লন্ডনে আইসিসির বার্ষিক সভায় সহযোগী দল দুটিকে দেওয়া হয়েছে পূর্ণ সদস্য পদ।

২০০০ সালে সবশেষ দল হিসেবে বাংলাদেশ পেয়েছিল টেস্ট মর্যাদা। ১৭ বছর পর আবার কোনও দল টেস্ট মর্যাদার সঙ্গে আইসিসির পূর্ণ সদস্য পদ লাভ করল।

টেস্ট যুগের শুরুটা অবশ্য সেই ১৮৭৭ সালে, যখন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দিয়ে শুরু হয়েছিল ক্রিকেটের লম্বা সংস্করণের। এরপর দক্ষিণ আফ্রিকা (১৮৮৯), ওয়েস্ট ইন্ডিজ (১৯২৮), নিউজিল্যান্ড (১৯৩০), ভারত (১৯৩২), পাকিস্তান (১৯৫২), শ্রীলঙ্কা (১৯৮২), জিম্বাবুয়ে (১৯৯২) ও বাংলাদেশ (২০০০) হয়ে নতুন দুই দেশ যোগ দিল আইসিসির এলিট প্যানেলে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer