Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ১৫ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ঢাকা : জাতীয় শোক দিবসের শুরুতেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতিসহ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদনের পর, দলের সাধারণ সম্পাদক বলেন- নির্বাচনকে সামনে রেখে, জনগণকে সাথে নিয়েই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করবে আওয়ামী লীগ। পরে বনানী কবরস্থানে ১৫ই আগস্ট শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

এরপর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে, দলের পক্ষ থেকেও জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ জাতির পিতাকে শ্রদ্ধায় স্মরণ করতে ফুল হাতে আসেন ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি-মাখা আঙ্গিনায়। এ সময়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন- জনগণকে সাথে নিয়েই আগামীতে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে এগিয়ে যেতে প্রস্তুত তারা।

এরপর, সকাল সাড়ে সাতটার কিছু আগে পরিবারের শহীদ স্বজনদের শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সেখানে সমাধিস্থ পরিবারের সদস্যদের পাশাপাশি তিনি শ্রদ্ধা জানান ভয়াল সেই রাতে প্রাণ হারানো সব শহীদদের প্রতি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer