Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বগুড়া বিএনপি সভাপতি কারাগারে, শনিবার অর্ধদিবস হরতাল

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৫:০২, ২২ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০৫:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

বগুড়া বিএনপি সভাপতি কারাগারে, শনিবার অর্ধদিবস হরতাল

ছবি: বহুমাত্রিক.কম

বগুড়া : ২০১৫ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন পুর্ববর্তী সহিংসতা ও নাশকতার মামলায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় স্পেশাল ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, সরকারবিরোধী আন্দোলন চলাকালে ২০১৫ সালের ৪ জানুয়ারি রাত ১০টার দিকে শহরতলির বারপুরে উত্তরবঙ্গ মহাসড়কে একদল দুর্বৃত্ত ঢাকামুখী আলুবোঝাই একটি চলন্ত ট্রাকে (বগুড়া-ট-১১-১৩৭৮) পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে যায়। আগুনে সদরের মহিষবাথান গ্রামের জসিম উদ্দিনের ছেলে ট্রাকচালক পটল মিয়ার শরীর ঝলসে যায়। হেলপার লাফিয়ে পড়ে বেঁচে যান। স্থানীয়রা চালক পটলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল বাছেদ জানান, ওই ঘটনায় রাতেই এসআই আমিরুল ইসলাম সদর থানায় বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত অনেকের বিরুদ্ধে মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবর রহমান ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে ৬৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এজাহারে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নাম না থাকলেও চার্জশিটে তাকে ৫৪ নম্বরে রাখা হয়।

এদিকে, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামকে জেল হাজতে প্রেরণের ঘটনার প্রতিবাদে শনিবার ২৩ সেপ্টেম্বর জেলায় অর্ধদিবস হরতালসহ ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার শহরের নবাববাড়ি বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এ কর্মসূচি ঘোষণা করেন।

৯ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ, ২৩ সেপ্টেম্বর শনিবার জেলায় অর্ধদিবস হরতাল। এছাড়া জেলার ১২ উপজেলায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো সুবিধামতো সময়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer