Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

হেফাজতের সঙ্গে আপস প্রগতিকে সংকুচিত করবে : মেনন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৩, ১৩ এপ্রিল ২০১৭

আপডেট: ২২:৩৬, ১৩ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

হেফাজতের সঙ্গে আপস প্রগতিকে সংকুচিত করবে : মেনন

ঢাকা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, হেফাজতের সঙ্গে আপস অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনাবোধকে ক্ষতিগ্রস্ত করবে।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ‘ঢাকাবাসী’ আয়োজিত চৈত্র সংক্রান্তি উৎসব উপলক্ষে র‌্যালির উদ্বোধনকালে এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘একটি মহল বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চট্টগ্রামে বাঙালির লোকজ ঐতিহ্যের দেয়ালচিত্র পোড়া মোবিলের কালো আবরণে ঢেকে দেওয়া, সন্ধ্যার আগেই নববর্ষের উৎসব শেষ করতে বলা, এসব ঘটনাপ্রবাহ গণতান্ত্রিক চেতনাবোধকে ক্ষতিগ্রস্ত করবে।’

তিনি বলেন, ‘এতে প্রগতিশীল শক্তির হাত সংকুচিত করবে। এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। পহেলা বৈশাখ নিয়ে যা কিছু হচ্ছে, তা অশনিসংকেত। এটি সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। যারা এর বিরুদ্ধে কথা বলছে, তারা সম্প্রীতির শত্রু।

এরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। নারীদের এগিয়ে চলার পথ রুদ্ধ করতে চায়। অগ্রগতির পথে ব্যারিকেড দিতে চায়। তাই এদেরকে রুখে দাঁড়ানো ছাড়া আর কোনও পথ নেই।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer