Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পোশাক কারখানায় ভূত আতঙ্কে অসুস্থ অর্ধশত

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫০, ২৭ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পোশাক কারখানায় ভূত আতঙ্কে অসুস্থ অর্ধশত

সাভার : রাজধানীর অদূরে আশুলিয়ার একটি পোশাক কারখানায় ভূত আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

শনিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ডেকো ডিজাইন লিমিটেড নামের ওই কারখানাটিতে এই ঘটনার পর অসুস্থদের স্থানীয় হাসপাতালগুলোতে নেয়া হয়।

শ্রমিকরা জানান, দুপুরের একজন শ্রমিক টয়লেটে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ওই শ্রমিক ‘ভূতের মতো’ কিছু একটা দেখেছেন বলে জানান। এর পর আরও কয়েকজন টয়লেটে গিয়ে একইভাবে অসুস্থ হয়ে পড়েন।

এক পযায়ে পুরো কারখানায় ভূত আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই একে একে অসুস্থ হতে থাকেন। অসুস্থদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক জানান,  ভূত আতঙ্কে অসুস্থ হয়ে ৪৯ জন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে বেশির ভাগই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer