Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পৃথিবীর নাম আর পৃথিবী থাকবে না

আলমগীর চৌধুরী

প্রকাশিত: ০০:৫৬, ১৬ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:৫৮, ১৬ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

পৃথিবীর নাম আর পৃথিবী থাকবে না

নিশ্চয়ই কবিতা একদিন পাল্টে দিবে
এক পুরোনো আকাশের মানে
সেদিন অনায়াসে আলাদা রঙ মাখবে
সূর্যোদয় সূর্যাস্ত-
ক্রমশঃই মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে
বাদামী বল্কলের আবডালে বৃক্ষের বেঁচে থাকা
পৃষ্ঠা উল্টানো হবে একটি চিত্রিত
পুরোনো মাটির দেয়ালের

একটি নারীর ভোঁতা তুলির কারুকাজ দেখার জন্য
সেমিনার থেকে উঠে এসে মানুষ শরীরে মাখবে মাটি
যে মাটিতে মিশে আছে ত্রিরিশ লক্ষ নিঃশ্বাসের ঘ্রাণ

একদিন কবিতা আমাদের
গরুর গাড়ি করে নিয়ে যাবে নক্ষত্রের হাটে
সময় হয়ে যাবে খাঁচায় পোষা পাখি
নিরক্ষর কবিদের দেয়া হবে মরনোত্তর নোবেল

একদিন নিশ্চয়ই
কবিতা পৃথিবীর সমস্ত মানুষের রঙ এক করে দেবে
আর মাত্র একটি ভাষা থাকবে প্রচলিত
তখন পৃথিবীর নাম আর পৃথিবী থাকবেনা
অন্য কিছু হবে।

[email protected] 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer