Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পুনর্নির্ধারিত আন্তর্জাতিক কলরেট বৃহস্পতিবার থেকে কার্যকর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০১:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

পুনর্নির্ধারিত আন্তর্জাতিক কলরেট বৃহস্পতিবার থেকে কার্যকর

ঢাকা : বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে পুনর্নির্ধারিত আন্তর্জাতিক কলরেট। আন্তর্জাতিক ইনকার্মিং কলের টার্মিনেশন রেট পুনর্নির্ধারণ করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, সর্বনিম্ন কল টার্মিনেশন রেটের ভিত্তিতে রাজস্ব ভাগাভাগি হবে। বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে পত্রে।

সর্বনিম্ন পৌনে দুই সেন্ট (০.০১৭৫ মার্কিন ডলার) এবং সর্বোচ্চ আড়াই সেন্ট (০.০২৫০ মার্কিন ডলার) কল টার্মিনেশন রেট পুননির্র্ধারণ করে বৃহস্পতিবার সন্ধ্যায় সব মোবাইল ফোন অপারেটর, আইজিডব্লিউ এবং আইসিএক্সের নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে বিটিআরসি।

চিঠিতে বলা হয়, বৈদেশিক মুদ্রা আহরণে বিটিসিএলসহ সব আইজিডব্লিউ অপারেটর কমিশন নির্ধারিত সীমানায় সর্বোচ্চ রেটে আন্তর্জাতিক কল টার্মিনেশন করবে। এর ব্যত্যয় হলে দেশে বৈদেশিক মুদ্রা কম আনা হয়েছে বলে গণ্য হবে এবং প্রয়োজনে বিটিআরসি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer